বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ ছিল স্পুটনিক। ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক ছিল পৃথিবীর কক্ষপথে আবর্তিত হওয়া মানুষের তৈরি প্রথম স্যাটেলাইট। ওই সময় অনেকটাই একাকী ছিল পৃথিবীর নিম্ন কক্ষপথ। এর প্রায় সাত দশক পর পৃথিবীর আশপাশে ঘুরছে এমন প্রায় ৪৫ হাজার মনুষ্যসৃষ্ট বস্তুর মধ্যে এখন হারিয়ে গিয়েছে স্পুটনিক স্যাটেলাইট। মহাকাশে পৃথিবীর আশপাশে ঘোরে এমন বস্তুকে স্যাটেলাইট বললে এ প্রতিটি বস্তুকেই স্যাটেলাইট হিসেবে ধরা যেতে পারে। তবে এই ৪৫ হাজারটি বস্তুর মধ্যে অনেক বস্তুই স্পেস জাঙ্ক বা মহাকাশে ভাসমান আবর্জনা হিসেবে বিবেচিত, যার মধ্যে ২০২২ সালের হিসেব অনুযায়ী, প্রায় ৩২ হাজার ৭৫০টি বস্তুই ট্র্যাক করা হচ্ছিল। তবে এ প্রতিবেদনের আলোচনার বিষয় কেবল স্যাটেলাইট। জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স অফিসের তথ্য অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে মোট ১৩ হাজার ৭২৭টি স্যাটেলাইট রয়েছে। এসব...