এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। এশিয়া কাপ ফাইনালে ভারতের জয়কে মোদি ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করায় ক্ষোভ প্রকাশ করে নকভি বলেন, খেলাকে যুদ্ধে টেনে আনা কেবল হতাশার বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের চেতনাকেই আঘাত করে। নকভি (যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও) এক্সে লিখেছেন, ‘যদি যুদ্ধই গৌরবের মাপকাঠি হয়, তাহলে ইতিহাসে পাকিস্তানের কাছে ভারতের পরাজয় ইতিমধ্যেই খোদাই হয়ে আছে। কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য মুছে দিতে পারবে না। যুদ্ধকে খেলায় টেনে আনা শুধু হতাশা প্রকাশ করে, আর এতে খেলাধুলার চেতনাই কলঙ্কিত হয়। ’ মোদির মন্তব্যের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সমালোচনায় যোগ দেন। তিনি এক্সে লিখেছেন, ‘নিজের রাজনীতি টিকিয়ে রাখতে মোদি ক্রিকেটের সংস্কৃতি ও চেতনাকে ধ্বংস করছেন। এভাবে সম্মান ফিরে পাওয়া যায়...