গালাগালিতে নিজেকে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ দাবি করে বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, তিনি তার সন্তানদের সবার আগে গালি শিখিয়েছেন, কেননা বাংলাদেশে গালি জানাটা অপরিহার্য। সম্প্রতি নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ। সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।’ কথার সূত্র ধরে আসিফ আরও বলেন, ‘আমাকে যারা চেনে তারা হয়তো আমার সম্বন্ধে জানেন। আর যারা চেনে না তারা আন্দাজ করে কথা বলে। আন্দাজ করে কথা বলা মহাপাপ। একটা...