খাগড়াছড়িতে এক মারমা ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নীরবতা’ এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ। অলিক বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্বেও আছেন। সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাগড়াছড়িতে জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে দলের নীরব ভূমিকা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি দল থেকে পদত্যাগ করেছি। "ইমেইলে পদত্যাগপত্র দলীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি।" এক প্রশ্নের জবাবে অলিক মৃ বলেন, "হান্নান মাসউদ জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে মিথ্যাচার করছেন। তিনি দাবি করেছেন, এই ঘটনা ভুয়া ও নাটক। আমি এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।" এ বিষয়ে মন্তব্য জানতে এনসিপির...