২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা হতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করলেও এই অপরাধীরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। সম্প্রতি একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকিসহ নানা তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নজরে আনে। সোমবার ২৯ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও...