২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম আশুলিয়ায় অভিযান চালিয়ে আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার (৪৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পারভিন আশুলিয়া থানার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে। ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ...