২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ১৪ অক্টোবর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম, আর ইনুর পক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নাহার। প্রসিকিউশন অভিযোগ গঠনের জন্য এক সপ্তাহ সময় চেয়েছিল। তবে আসামিপক্ষ আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করলে, ট্রাইব্যুনাল শুনানি শেষে ১৪ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেন। এই মামলায় গত ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ইনুকে হাজিরার নির্দেশ দেয়। একই দিনে অভিযোগ গঠন করতে সাতটি নয়, বরং সুনির্দিষ্ট আটটি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে...