২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম খুলনায় ছিনতাইকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনায় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার ২৮ সেপ্টেম্বর গভীর রাতে খুলনা নগরীর হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ ছিনতাইকারী গ্রুপের সদস্যরা তাকে ধরে ফেলে এবং গুলি চালায়। গুলিবিদ্ধ ব্যক্তি নগরীর লবণচরা থানাধীন চানমারি খ্রিষ্টানপাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না, যিনি 'কাটিং মুন্না' নামে অপরাধ জগতে পরিচিত। তিনি খুলনার কুখ্যাত 'আশিক গ্রুপের' সক্রিয় সদস্য এবং টুটপাড়া, চাঁনমারী, লবণচরা এলাকা জুড়ে তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, রাতে হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা মুন্নাকে ধাওয়া করে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে...