আজ বিশ্ব হার্ট দিবস। এবছরের প্রতিপাদ্য ‘একটিও স্পন্দন যেন না হারায়’। হৃদ্রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আড়াই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে—যা দেশের মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ। অন্যদিকে বিশ্বব্যাপী প্রতিবছর মোট মৃত্যুর ৩৩ শতাংশই ঘটে আকস্মিক হৃৎস্পন্দন বন্ধ হয়ে। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসিন আহমদ। সাক্ষাৎকারটি নিয়েছেন এনটিভি অনলাইনের স্টাফ করেসপন্ডেন্ট ফখরুল ইসলাম শাহীন। অধ্যাপক ডা. মহসিন আহমদ বলেন, আমাদের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হলেও একই সঙ্গে বায়ুদূষণ ভয়াবহভাবে বাড়ছে। ধূমপান, তামাকজাত দ্রব্যের ব্যবহার ও মাদক গ্রহণও বাড়ছে দ্রুত। এগুলো হৃদ্রোগ বৃদ্ধির অন্যতম কারণ। অধ্যাপক ডা. মহসিন আহমদ আরও বলেন, উদ্বেগের বিষয় হলো বাংলাদেশে...