বাংলাদেশে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, এটি সারা বছরব্যাপী জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,২০৬ জনে। এর মধ্যে পুরুষের হার ৬০.৪ শতাংশ হলেও নারীর হার মাত্র ৩৯.৬ শতাংশ। কিন্তু মৃত্যুর পরিসংখ্যান একেবারে ভিন্ন চিত্র তুলে ধরে—মোট মৃত্যুর প্রায় অর্ধেক (৪৮.৯%) নারী। গত বছরও একই ধারা দেখা গিয়েছিল; ২০২৪ সালে আক্রান্ত নারীর হার ছিল মাত্র ৩৬.৯ শতাংশ, অথচ মৃত্যুর হার ছিল ৫১.১ শতাংশ। অর্থাৎ আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও নারীরা মৃত্যুর ঝুঁকিতে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে নারীর মৃত্যুহার বেশি হওয়ার পেছনে শুধুমাত্র রোগের জৈবিক কারণ নয়, সামাজিক কাঠামো, লিঙ্গভিত্তিক বৈষম্য, স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার, দারিদ্র্য ও পারিবারিক সিদ্ধান্তে নারীর সীমিত ভূমিকা বড় ভূমিকা রাখে। বিএমসি পাবলিক হেলথ, ২০২৩ এর তথ্যমতে, বাংলাদেশে ১৫...