বিইউবিটির তরুণ উদ্ভাবকদের হাত ধরে কৃষিপ্রযুক্তিতে নতুন ইতিহাস রচিত হলো। বিইউবিটির শিক্ষার্থীদের প্রকল্প অ্যাগ্রো-ডক্টর মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস-এ আয়োজিত মর্যাদাপূর্ণ সপ্তম ওয়ার্ল্ড ইনভেনশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডব্লিউআইসিই) ২০২৫ এ স্বর্ণপদক অর্জন করেছে। একই সঙ্গে তারা আইওয়াইএসএ স্পেশাল অ্যাওয়ার্ড জেতার গৌরবও লাভ করেছে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার (২৮ সেপ্টেম্বর) অ্যাগ্রো-ডক্টর দলের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলী আহমেদ, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এবং সিএসই বিভাগের চেয়ারম্যান। সবাই একসঙ্গে দলকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা...