নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই পূর্ণ তালিকা প্রকাশ করে মাঠে নামবে দলটি। তবে এ নির্বাচনে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জোট করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন,"ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা বিএনপি মেনে নেবে না।" তিনি জানান, বিএনপি ৭০% আসনে একক প্রার্থী দিতে চায়। ইতোমধ্যে প্রায় অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নে অগ্রাধিকার পাচ্ছে ত্যাগী, সৎ, জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থীরা। মিত্রদের জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত দলটি। হাফিজ উদ্দিন বলেন,"জামায়াতকে এখনও...