নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌ বাহিনী পাঁচ হাজার ৩৭০ লিটার জ্বালানি তৈল জব্দ করেছে। এ সময় এক চোরাচালানকারী বেলাল উদ্দিনকে আটক করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে হাতিয়ায় কর্মরত বাংলাদেশ নৌবাহিনী। জব্দকৃত অবৈধ জ্বালানি তৈল সহ গ্রেপ্তারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জালানি তৈল জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে নৌবাহিনীর একটি টহল দল বিষয়টি সন্দেহ হওয়ায় উক্ত দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তৈলসহ বেলাল নামক একজন চোরাচালানকারীকে...