এসএম বদরুল আলমঃকৃষি মন্ত্রণালয়কে ঘিরে অনিময়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। অভিযোগ রয়েছে, চলতি বছরে নন-ইউরিয়া সার আমদানির জন্য আহ্বান করা দরপত্রে নিয়মনীতি উপেক্ষা করে এবং টেন্ডারের প্রক্রিয়া ভেঙে একক প্রতিষ্ঠানের হাতে কার্যাদেশ তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ব্যক্তিস্বার্থ রক্ষার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতি বছর মার্চ–এপ্রিল মাসে টিএসপি, এমওপি ও ডিএপি সারের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কৃষি মন্ত্রণালয়। কিন্তু এবারে তা হয়েছে তিন মাসেরও বেশি দেরিতে, যখন আন্তর্জাতিক বাজারে নন-ইউরিয়া সারের দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। ২৪ জুলাই মন্ত্রণালয় সাড়ে নয় লাখ টন নন-ইউরিয়া সার আমদানির জন্য দরপত্র আহ্বান করে এবং দরপত্র জমা দেওয়ার শেষ সময় ঠিক হয় ৬ আগস্ট। দীর্ঘদিনের রীতি অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার প্রথা...