২৮ সেপ্টেম্বর ১৯৭৭, বুধবার। জাপানের স্থানীয় সময় বেলা পৌনে ১১টা। ভারতের বোম্বে (বর্তমানে মুম্বাই) বিমানবন্দর ছাড়ার পর আকাশে ১১ হাজার ফুট উচ্চতায় জাপান এয়ারলাইনসের (জাল) বিমানটির ক্যাপ্টেন সাংকেতিক বার্তা পাঠিয়ে জানান যে তাঁদের উড়োজাহাজটি ছিনতাই করা হয়েছে। ফ্লাইট নম্বর ৪৭২-এর ডিসি ৮ বিমানটি প্যারিস থেকে মুম্বাই হয়ে ব্যাংককে যাচ্ছিল। বিমানের আরোহী ছিলেন ক্যাপ্টেন শিল্পেও তাকাহাশিসহ ১৪ জন ক্রু এবং ১৩৭ জন যাত্রী। মোট ১৫১ জন।১১টা বেজে ৭ মিনিটে বোম্বেতে জালের অফিসের কর্মীরা বিমান এবং বোম্বে বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের মধ্যে বেতার সংকেত শুনতে পান। সেই কথোপকথনের মধ্যে জাপানিজ রেড আর্মি (জাপানি লাল ফৌজ) শব্দটা তাঁদের কানে আসে। বিমানটি বোম্বে বিমানবন্দর থেকে রওনা হওয়ার ১২ মিনিট পর ‘ফ্যাসন ইয়োর সিটবেল্ট’ সংকেতটি নিভে যাওয়ার কিছুক্ষণ পরই ঘটনাটা ঘটে।জাপানি সময় অনুযায়ী ২৮ সেপ্টেম্বর বেলা...