যেসব কোম্পানি শতভাগ রপ্তানিমুখী নয়, সেসব কারখানাকেও ব্যাংক গ্যারান্টি দাখিলের বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে’ এনবিআর এই সুবিধা চালু করেছে। এর ফলে, বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওযা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানি করার সুযোগ তৈরি হল। এতদিন কেবল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সপ্রাপ্ত শতাভাগ রপ্তানিমুখী শিল্প কারখানা এ ধরনের সুবিধা পেত। নতুন নিয়মে ‘শতাভাগ রপ্তানিমুখী’ হওয়ার শর্ত থাকল না। অর্থাৎ, রপ্তানি করলেই এ সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা পেতে আমদানিকারক কোম্পানিকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ নিরূপিত 'শুল্ক করাদির সমপরিমান ব্যাংক গ্যারান্টি' জমা দিতে হবে।...