মধ্যপ্রাচ্যে বড় ধরনের কিছু ঘটনার ‘প্রকৃত সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। খবর আনাদোলু এজেন্সির। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য সবাই প্রস্তুত। আমরা এটা সম্পন্ন করব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, আরব দেশগুলো এই বিষয়ে অসাধারণ কাজ করেছে। হামাস তাদের সঙ্গে আসছে। আরব বিশ্বের প্রতি তাদের ব্যাপক শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, আরব বিশ্ব শান্তি চায়, ইসরাইল শান্তি চায় এবং বিবি (নেতানিয়াহু) শান্তি চায়। ট্রাম্প আরও বলেন, তাঁর লক্ষ্য কেবল গাজায় যুদ্ধ বন্ধ করা নয়, বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। এদিকে হোয়াইট হাউসের বিশেষ...