২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম মালয়েশিয়ার ৬৮-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান রাজধানী ঢাকার একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। ২৮ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের নিকট হস্তান্তর করেন মোবারক হোসাইন ও প্রফেসর ড. মাহমুদুল হাসান। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ...