বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৬ অক্টোবর। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি। শেষ পর্যন্ত সমঝোতা না হলে সভাপতি পদের জন্য লড়বেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। বাংলাদেশের সাতদিন আগে ভারতও সাবেক এক ক্রিকেটারকে নতুন বোর্ড সভাপতি হিসাবে বেছে নিল। তবে আমিনুল ও তামিমের মতো দেশের হয়ে খেলার সৌভাগ্য হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি মিঠুন মানহাসের। রোববার মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৫ বছর বয়সি মানহাস। তিনি বিসিসিআইয়ের ৩৭তম নির্বাচিত সভাপতি। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১৪ রান করলেও জাতীয় দলে কখনো ডাক পাননি কাশ্মীরের জম্মুতে জন্ম নেওয়া মানহাস। রনজি ট্রফিতে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন দিল্লিকে।...