রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ‘ঢাই’ মাছ। যা বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়। সোমবার ভোরে উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে কবির হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। জেলে কবির হালদার বলেন, ভোরে তিনিসহ কয়েকজন নদীতে মাছ শিকারে যান। কিন্তু নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও মাছ পাচ্ছিলেন না। পরে দৌলতদিয়া কলা বাগান এলাকায় জাল ফেলেন তারা। সেখানে তাদের জালে আটকা পড়ে একটি ঢাই মাছ। পরে মাছটি নিয়ে আড়তে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় কিনে নেন। শাহজাহান শেখ বলেন, বড় মাছ ধরা পড়ার খবর পেয়ে জেলে কবির হালদারের কাছ থেকে মাছটি কিনে নিই। পরে সেটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে...