টাইফুনটির কারণে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলের বহু এলাকা তলিয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে টাইফুনটি এন হে আন প্রদেশের উপরে ছিল। এখানে স্থলে উঠে আসার পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার থেকে কমে ৮৮ কিলোমিটারে নেমে আসে। স্থলে উঠে আসার আগে বুয়ালোই কয়েক ঘণ্টা ধরে দেশটির উপকূলরেখা বরাবর এগিয়ে যায়। এতে উপকূলে সর্বোচ্চ আট মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, হিউ শহরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। কোয়াং ট্রি প্রদেশের উপকূলে প্রবল ঢেউয়ে চারটি মাছ ধরার নৌকা ডুবে ১২ জেলে নিখোঁজ হয়েছেন। টাইফুন স্থলে উঠে আসার আগে দেশটির সরকার ঝড়ের পথ বরারব উপকূলীয় অঞ্চলগুলো থেকে...