২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইনে ভয়াবহ মৌসুমি ঝড় সুপার টাইফুন রাগাসার ধকল কাটতে না কাটতেই নতুন ঝড় বুয়ালোই দেশটির বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। রোববার ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, ঝড় বুয়ালোই আঘাত হেনেছে দেশের বিভিন্ন এলাকায়। এর প্রভাবে এখন পর্যন্ত ২৬ জন নিহত, ৩৩ জন আহত এবং কমপক্ষে ১৪ জন নিখোঁজ। ঝড়ের আঘাত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে। বিভিন্ন এলাকার জরুরি কর্মকর্তারা জানিয়েছে, বিকোল থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন, ভিসায়াস থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝড়ের ধাক্কায়...