‘ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কোনো পেশাজীবী, কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। ফলে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ’ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের রুখতে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দলীয়করণের ফলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। জুলাই বিপ্লব পরবর্তিতে জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে তখন একটি দল সারাদেশে দুর্নীতি, লুটপাট, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো জাতিকে আশাহত করছে। জনগণ বুঝতে পেরেছে ঐ দলের নেতারা মিডিয়ার সামনে যা বলে বাস্তবে তার...