যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা শান্তি পরিকল্পনা প্রস্তাব চূড়ান্ত করার আশা করছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে গাজা চুক্তি নিয়ে আশাবাদের কথা জানান ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি ট্যাংকগুলো গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে। হামাসের সামরিক শাখা জানিয়েছে. তারা সেখানে আটকে থাকা দুই জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। সেনা প্রত্যাহার করে গাজা শহরে ২৪ ঘণ্টার জন্য বিমান হামলা স্থগিত রাখতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস, যাতে তারা জিম্মিদের উদ্ধার করতে পারে। এই দুই জিম্মির ভাগ্য সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠকের ওপর ছায়া ফেলতে পারে...