ঢাকা: জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ চলছে।এর আগে ২২ সেপ্টেম্বর মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ওই দিন ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানকে জেরা করেন গ্রেপ্তার ও পলাতক ২৪ আসামির আইনজীবীরা। আয়ান তার সাক্ষ্যে উল্লেখ করেন, গুলিবিদ্ধ অবস্থায় আবু সাঈদকে হাসপাতালে নিতে তিনিই প্রথম এগিয়ে আসেন।২১ সেপ্টেম্বর আয়ান তার সাক্ষ্য প্রদান করেন। এছাড়া ১৪ সেপ্টেম্বর পঞ্চম দিনের জেরার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনুসির রহমানকে জেরা করা হয়। তিনি ৯ সেপ্টেম্বর...