ব্রিটিশ রাজনীতিবিদ, সম্প্রচারক এবং ডানপন্থি রাজনৈতিক দলের সাবেক নেতা নাইজেল ফারেজের সাম্প্রতিক করা এক মন্তব্য দেশটিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেছেন, অভিবাসীরা রাজধানীর রয়্যাল পার্কসে রাজহাঁস এবং মাছ ধরে খাচ্ছেন। তবে রয়্যাল পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, লন্ডনের আটটি রয়্যাল পার্কের কোনো একটিতেও এ ধরনের ঘটনার প্রমাণ নেই। একই কথা জানিয়েছে প্রাণী সুরক্ষা সংস্থা আরএসপিসিএ। তারা বলেছে, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিওটি আসলে ২০১০ সালের একটি টিভি শো থেকে নেওয়া—এটি বর্তমান সময়ের ঘটনা নয়। ব্রিটেনে হাঁস এবং বেশিরভাগ বন্য হাঁস ও পাখি ‘ওয়াইল্ড লাইফ ও কান্ট্রিসাইড আইন, ১৯৮১’-এর অধীনে সুরক্ষিত। আইন অনুযায়ী, এসব প্রাণী হত্যা বা খাওয়া দণ্ডনীয় অপরাধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন ইস্যুতে জনমতকে উত্তেজিত করার কৌশল হিসেবেই ফারেজ এই মন্তব্য করেছেন। তবে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অভিযোগ অভিবাসী...