২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্যের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এর পর তিনি সরাসরি ইরাকের প্রতিরোধকামী গোষ্ঠীগুলোকেও হুমকি দেন এবং প্রকাশ্যে তারা টার্গেট বলে ঘোষণা করেন। এই হুমকিকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেন, “ইরাকের একজন নাগরিকের ওপর হামলা মানেই পুরো দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।” মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক মোহাম্মদ বাগের হেইদারি বলেন, নেতানিয়াহুর এমন বক্তব্য নতুন নয়। ইসরায়েলি নেতারা বিভিন্ন সময়ে ইরাকের প্রতিরোধ শক্তির বিরুদ্ধে একই ধরনের মন্তব্য করেছেন। প্রায় এক বছর আগে ইরাক এ বিষয়ে জাতিসংঘে অভিযোগও করেছিল। হেইদারির বিশ্লেষণ...