২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম চমকপ্রদ এক উদ্ভাবন নিয়ে হাজির হলো জাপানি অটো জায়ান্ট হোন্ডা। এবার তারা তৈরি করেছে এমন একটি মোটরসাইকেল, যা চালক ছাড়াই চলতে পারে! এর চেয়েও বড় চমক হলো, এই নতুন বাইকটির ডিজাইন তৈরি হয়েছে জনপ্রিয় ভিডিও গেম ও অ্যানিমে সিরিজ ‘পোকেমন’-এর চরিত্র কোরাইডন-এর আদলে। গত ২৬ সেপ্টেম্বর, জাপানের তোচিগি প্রিফেকচারের মোতেগিতে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে বাইকটির লাইভ ডেমো দেখায় হোন্ডা। সেখানে কোম্পানির দুই কর্মী একে একে প্রোটোটাইপ বাইকটির চালকের আসনে বসেন এবং প্রায় ১০ মিনিট ধরে ধীর গতিতে চালিয়ে দেখান, কীভাবে এই বাইক চালক ছাড়াই ব্যালেন্স রেখে চলতে পারে। এর আগে গত মাসে, সুজুকা সার্কিটে হোন্ডার আগের একটি চালকবিহীন বাইকের প্রদর্শনী হয়েছিল, তবে সেটিতে বাড়তি চাকা ছিল। এবারকার ‘কোরাইডন বাইক’...