ঠিক ১০০ বছর আগে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই আরএসএসের একান্ত নিজস্ব রাজনৈতিক লাইন হল- যে কোনও উপায়ে মুসলমানদের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো। এক কথায় বলতে গেলে, মুসলমানদের শায়েস্তা করা। তাদের এই রাজনৈতিক চিন্তাটা খাতায়-কলমে অন্তর্ভুক্ত করে সংঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক গোলওয়ালকর। মুসলমানমুক্ত ভারতসংঘের এই তাত্ত্বিক অবস্থানকে গোলওয়ালকর ‘সংস্কৃতিক জাতীয়তাবাদ’ নামক এক সোনার পাথরবাটির মধ্যে দিয়ে, হিন্দুত্ববাদী চিন্তা ধারার একটি গৃহীত রাজনৈতিক অবস্থান হিসেবে চিহ্নিত করে। সাংস্কৃতিক জাতীয়তাবাদ নামক এই রাজনৈতিক অবস্থানই হলো নাগরিকত্ব আইন ঘিরে বিজেপির বিভিন্ন ধরনের কলাকৌশলের প্রধান বিষয়। ভোটার তালিকার সংযোজন-বিয়োজনের নাম করে আজ যে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের উপরে, সেটি হল মূলত ; কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক অবস্থানের একটি ফলশ্রুতি। বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাত দোষে দুষ্ট। আরএসএস এবং তার রাজনৈতিক সংগঠন বিজেপি, হিন্দুত্ববাদী ধারায় ভারতের...