ভারতের সিনেমার ইতিহাসে রতি অগ্নিহোত্রী এক উজ্জ্বল তারকা। কিন্তু ঝলমলে রুপালি পর্দার আড়ালে লুকিয়ে আছে অসীম ধৈর্য, ত্যাগ ও কষ্টের গল্প। সিনেমার অভিনেত্রীকে চিনলেও ব্যক্তি রতি অগ্নিহোত্রী রয়ে গেছেন আড়ালেই। অভিনয় ও মডেলিং শুরু১৯৬০ সালের ১০ ডিসেম্বর উত্তর প্রদেশের বেরেলি শহরে জন্ম রতি অগ্নিহোত্রীর। অল্প বয়স থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। মাত্র ১০ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন এবং ১৯ বছর বয়সে তামিল সিনেমা ‘পুথিয়া ভারপুগাল’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘নিরাম মারাথা পুক্কাল’-এও কাজ করেন, যা তাঁকে দক্ষিণি সিনেমার দুনিয়ায় পরিচিতি এনে দেয়। দক্ষিণি সিনেমা থেকে হিন্দি সিনেমার জগতেরতি তামিল ও তেলেগু সিনেমায় কাজ করার পর ১৯৮০ সালে কন্নড় সিনেমা করেন। এরপর ১৯৮১ সালে হিন্দি সিনেমা ‘জি কা আরজু’তে অভিনয় শুরু করেন...