কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লিতে হামলার ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু ট্র্যাজেডি স্মরণে দিনব্যাপী কর্মসূচি পালন করছে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়। পাশাপাশি এদিন উপলক্ষে বুদ্ধ উপাসনা, পতাকা উত্তোলন, অষ্টশীল গ্রহণ, চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র ও প্রামাণিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট।রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথের বলেন, ২০১২ সালের এদিনে হওয়া সহিংসতার ১৩ বছর হলেও আমরা সঠিক বিচার পাইনি। তাই আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ রামুর বৌদ্ধমন্দির হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করা হক। পাশাপাশি নিরীহ কাউকে যেন বিচারের নামে হয়রানি করা না হয় তাও নিশ্চিত করতে হবে সরকারকে।স্থানীয় ছাত্রনেতা মোহাম্মদুল হক জনি বলেন, আমরা ছোটবেলা থেকে এখানে সম্প্রীতির মাঝে বড় হয়েছি। তবে ২০১২ সালের...