ভ্রমণ কেবল পায়ের হাঁটা বা গন্তব্যে পৌঁছানো নয়। এটি আত্মার এক সোপান, চেতনার এক আলোর ঝলকানি। পৃথিবীর কোন প্রান্তে পা রাখতেই যেন হৃদয়ের রক্তস্রোত গতি পায়, নতুন রূপে জেগে ওঠে মন। পর্যটন দিবস তাই শুধু একটা স্মরণীয় দিন নয়, বরং আমাদের মনের দরজায় আঘাত করা এক নতুন ভাবনার সুর। সেই দিবস বিশ্বব্যাপী পালিত হলো ২৭ সেপ্টেম্বর। পর্যটন হলো সেই সেতু যা নিয়ে যায় আমাদের পরিচিত জীবন থেকে অপরিচিত আর জ্ঞানের বিশাল মহাসাগরে। পৃথিবীর গায়ে আঁকা অসংখ্য ছবি দেখতে দেখতে আমরা বুঝি, মানুষের ভিন্নতা নয়, বরং ঐক্যেরই মূলে আমরা দাঁড়িয়ে আছি। একটু ভাবুন তো, কখনো ভেবেছেন কেন আমরা ভ্রমণে যাই? হয়তো নতুন স্থান দেখার তৃষ্ণা, কিংবা দিনের ক্লান্তি ভুলে যাওয়ার ইচ্ছা। কিন্তু আসল কারণ হলো—অচেনা পথে হাঁটার মধ্য দিয়ে নিজের ভিতরের...