নরসিংদী জেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক মিয়া মারা গেছেন। আহত হন ১০ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালীতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও সাদেক মিয়ার স্বজনরা জানায়, সাদেক আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল...