মাগুরা: স্লুইজগেটের রেলিং থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র দীপ্তর (১৩) লাশ উদ্ধার হয়েছে। সে মাগুরা পৌরশহরের কাশিনাথপুর পূর্বপাড়ার ফেরদৌস হোসেনের ছেলে। দীপ্ত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রোববার রাত সাড়ে সাতটার দিকে নবগঙ্গা নদীতে পড়ে যায় সে। তার পর থেকে নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই রাতেই তার মরদেহ উদ্ধার করেন। দাদা রুহুল আমিন বলেন, ঘটনার সময় তিন বন্ধুর সাথে দীপ্ত নবগঙ্গা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধানো স্থানে ঘুরতে যায়। এ সময় দীপ্ত স্লুইজগেটের রেলিং এর...