মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওরেগনের গভর্নর টিনা কোটেক যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে আগামী দুই মাসের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। রবিবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের পাঠানো এক স্মারকে বলা হয়, পোর্টল্যান্ড শহর-যেখানে বিক্ষোভ চলছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ‘ফেডারেল সম্পত্তি রক্ষার জন্য’ কমপক্ষে ২০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে।আরো পড়ুন:যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের গত শনিবার ট্রাম্প জানান, অবৈধ অভিবাসী আটক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিক্ষোভ দমাতে প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমোদন তিনি দিয়েছেন। এর পরপরই ওরেগন রাজ্য কর্তৃপক্ষ জানায়, এই মোতায়েন ‘অবৈধ’ এবং ‘উস্কানিমূলক’। রবিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডের দায়ের করা মামলায় বলা হয়েছে, এই পদক্ষেপ ‘জননিরাপত্তাকে হুমকির...