নরসিংদী:নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অলোকবালী ইউনিয়নের যুবদল নেতা সাদেক মিয়া নিহত হয়েছেন।আহত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে। তিনি অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও নিহত নেতার স্বজনরা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুমের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমের দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের...