সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির কোনো নেতাকেও ভুক্তভোগীদের পাশে দেখা যায়নি এখনো। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজয় ও তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে টিভিকের সমাবেশে পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ মেয়ে শিশু ও ৫ ছেলে শিশু। এদিকে, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার ২৪ ঘণ্টা পরও বিজয়ের দল টিভিকের কোনো নেতাকে দেখা যায়নি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে বা নিহতদের পরিবারের কাছে। বিজয় শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের...