এশিয়া কাপে ভারতীয় দলের আচরণকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। গতকাল ফাইনালের নাটকীয় পুরস্কার বিতরণীর পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের অসম্মান করছে না, তারা ক্রিকেটকেই অসম্মান করছে। ভালো দলগুলো এমনটা করে না, যেটা তারা আজ করেছে। আমরা নিজেরাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম। কারণ, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেখানে দাঁড়িয়ে পদক নিয়েছি। আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।’ গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় দলটি। নাকভি এসিসির পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের...