আগে যেখানে একটি ভিসার জন্য ব্যয় ছিল প্রায় ২ হাজার ডলার, এখন সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ডলার পর্যন্ত। ফলে একটি এইচ-১বি কর্মীর জন্য নিয়োগদাতার খরচ সর্বনিম্ন ১ লাখ ৬০ হাজার ডলার হয়ে যাচ্ছে। এ কারণে অনেক মার্কিন কোম্পানি এখন স্থানীয় কর্মী নিয়োগে ঝুঁকছে। খবর আল জাজিরার। মেঘনা গুপ্তা নামের এক তরুণী জানান, তিনি ছোটবেলা থেকেই আমেরিকায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন। টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) দীর্ঘ পরিশ্রমের পর যখন সেই সুযোগ আসছিল, তখন ট্রাম্পের সিদ্ধান্ত তার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তিনি বলেন, “আমেরিকান ড্রিম এখন এক নির্মম রসিকতা মাত্র।” বিগত কয়েক দশক ধরে ভারতীয়রাই সবচেয়ে বেশি এইচ-১বি ভিসা পেয়েছেন। ২০২৪ সালে মোট ভিসার ৭০ শতাংশই ভারতীয় নাগরিকদের হাতে গেছে। কিন্তু নতুন নীতি কার্যকরের পর যুক্তরাষ্ট্রে কাজের সেই দরজা কার্যত...