যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) ইমরান খান বাংলাদেশের ফিনটেক, স্বাস্থ্যখাত এবং সামাজিক ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে অধ্যাপক ইউনূস প্রস্তাব করেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীরা যেন তাদের বিনিয়োগের অন্তত এক শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয় করেন অথবা সমমনা কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি সোশ্যাল বিজনেস ফান্ড গড়ে তোলেন। ইমরান খান প্রস্তাবটি আন্তরিকভাবে স্বাগত জানান। ইউনূস বলেন, বাংলাদেশের দ্রুতবর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্য এবং সামাজিক ব্যবসা খাতে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। জবাবে ইমরান খান জানান, অধ্যাপক ইউনূসের দারিদ্র্য দূরীকরণে আজীবন কাজ তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় প্রশংসক। আপনি আমাদের সবার জন্য জাতীয় গৌরব। আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের...