এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে মাঠে ভারত জিতল—কিন্তু মঞ্চের বাইরে উত্তেজনা ও এক ঘণ্টার নাটকে ফাইনালের বিজয় মুহূর্তটাই যেন ছাপিয়ে গেল বিব্রতকর আচ্ছন্নতায়। এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের পর ট্রফি প্রদান পর্বে এমন বিদ্রূপাত্মক কাণ্ড ঘটল যে, শেষপর্যন্ত আনুষ্ঠানিক প্রেজেন্টেশনই বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন অনুষ্ঠানের সঞ্চালক।রোববার রাতের ম্যাচে ভারতের জয়ের পর স্টেডিয়ামে মুহূর্তেই আনন্দের উচ্ছ্বাস। কিন্তু পরের দৃশ্যকোণে ঘটে যাওয়া একাধিক ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়—ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে; এরপর অভিযোগ করা হয় তিনি নিজের মতো ট্রফি ও পদক নিয়ে চলে যেতে চেষ্টা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, ভারতীয় দলের পক্ষ থেকে নাকি অনুরোধ করা হয়েছিল যে তারা যদি চান তবে...