পর্দা নেমেছে বিতর্ক আর রোমাঞ্চে ঠাসা এশিয়া কাপের। পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ভারত। অপরাজিত থেকে শিরোপা জেতা সূর্যকুমার যাদবের দল কত টাকা পাচ্ছে, সেই প্রশ্নও উঠেছে। এশিয়া কাপের প্রাইজমানি আগের আসরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। এ বিষয়ে আইসিসি অবশ্য এখনও ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে। ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের ঝুলিতে যাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার। যা প্রায় প্রায় ১ কোটি...