শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগবঞ্চিতরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নেন সকালে। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এরপর শুরু হয় হট্টগোল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীরা সংস্থাটির চেয়ারমান আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে তাদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এতে সেখানে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে দেড় শতাধিক নিবন্ধন সনদধারী অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন। ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন মো. জসিম। তবে তিনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের...