বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অবহেলা করছে, অথচ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে বিপুল অর্থ ব্যয় করছে। এশিয়ার পর এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেন-জি তরুণরা দুর্নীতিবিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) অন্তত ১১টি শহরে তরুণরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় নামে। খবর সিএনএন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অবহেলা করছে, অথচ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে বিপুল অর্থ ব্যয় করছে। মরক্কো ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক। সে উপলক্ষে দেশটিতে অন্তত তিনটি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং আরও কয়েকটি সংস্কার করা হচ্ছে। এ বছরই আফ্রিকা কাপ অব নেশনস আয়োজনের প্রস্তুতিও চলছে। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় স্লোগান-‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়?’ রাবাত, মারাকেশ ও কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কা থেকে কয়েকজনকে...