গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া এলাকায় ঘাঘট নদীতে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ। প্রতিযোগিতার প্রথমদিন নৌকাবাইচ দেখতে ঘাঘট নদীর দু’পাড়ে অসংখ্য মানুষ ভিড় করে। এই দিন গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়। পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি দেওয়া হয়। এছাড়া বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-...