সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে মাঠ ছাড়তেই পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার একটি হঠাৎ সিদ্ধান্ত আলোচনার ঝড় তোলে বিশ্ব ক্রীড়াঙ্গনে। কারণ, ম্যাচ শেষে তিনি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের পদাঙ্ক অনুসরণ করে ঘোষণা দেন তার দলের পুরো ম্যাচ ফি দান করার। এ ঘটনা যেন টুর্নামেন্টজুড়ে ভারত-পাকিস্তানের চলমান বৈরিতার আবহকে আরও প্রকট করে তুলল। ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব জানিয়ে দেন, তিনি এই টুর্নামেন্টে পাওয়া নিজের সব ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীর জন্য উৎসর্গ করবেন। তিনি বলেন, “আমি চাই আমার সমস্ত ম্যাচ ফি ভারতীয় সেনাদের হাতে পৌঁছাক। কেউ হয়তো এটিকে বিতর্কিত বলবে, কিন্তু আমার কাছে এটিই সঠিক কাজ।”আরো পড়ুন:পাকিস্তানকে সহজেই হারিয়ে ‘সুপার ফোরে’ এক পা ভারতেরব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের মামুলি সংগ্রহ তিনি আরও স্পষ্ট করে যোগ করেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাম...