চীনে তিন বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ সেতু ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’। রোববার (২৮ সেপ্টেম্বর) সেতুটি উদ্বোধন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) উচ্চতায় দাঁড়িয়ে থাকা এ সেতুটি দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে নির্মিত হয়েছে। নদী ও গভীর গিরিখাতের ওপর নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু ভেঙে দিয়েছে একই প্রদেশে অবস্থিত ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং সেতুর রেকর্ড। উদ্বোধনী দিনে সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায়, নীল রঙের বিশাল সহায়ক টাওয়ার আংশিকভাবে মেঘে ঢাকা অবস্থায় সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে সেতু উদ্বোধনকে স্মরণীয় করে তোলেন।আরও পড়ুনআরও পড়ুনসমাবেশে হতাহতদের কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন বিজয়? গুইঝো প্রদেশের পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন...