দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল। প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী এবং প্রকৃতির নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন শহর শ্রীমঙ্গল।দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়ে উঠা পাহাড় ও সমতল ভূমির ওপর ছোট্ট মনোমুগ্ধকর এই শহরটির অবস্থান। অপরূপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা আঁকা-বাঁকা কিংবা উঁচু-নিচু মেঠোপথ, পাহাড়ি টিলাময় সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও বন্যপ্রাণী সমৃদ্ধ শহর। এখানে রয়েছে উঁচু-নিচু টিলা-পাহাড় ঘেরা বৈচিত্র্যময় চা বাগান, প্রাকৃতিক অপূর্ব শোভা এবং চা কন্যাদের চা পাতা তোলার অপূর্ব দৃশ্য উপভোগ করতেই এখানে সারাদেশ থেকে ছুঁটে আসছেন পর্যটকরা। ১৯৫৭ সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এখানে গড়ে উঠেছে বলে শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। ‘শ্রী’ মানে সুন্দর আর ‘মঙ্গল’ মানে কল্যাণ। অর্থাৎ যে সুন্দরের সাথে...