টানা তিন সপ্তাহে ভারতের কাছে তৃতীয়বার হারের বেদনা নিয়েই শেষ হলো পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা। ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স-আপ হয় তারা।এ নিয়ে নবমবারের মতো শিরোপা জিতল ভারত। তবে ম্যাচ শেষে জয়ের চেয়েও বেশি আলোচনা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে। শুরুতেই পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর আলোচনায় আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকা অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স-আপ চেক হাতে নিয়ে তিনি সেটি ছুঁড়ে ফেলেন, যা তার হতাশা স্পষ্ট করে তোলে। হারের পর সালমান বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। আমরা ব্যাটিংয়ে ভালোভাবে শেষ করতে পারিনি। বোলিংয়ে আমরা অসাধারণ ছিলাম, কিন্তু শেষটা যদি ভালোভাবে করতে পারতাম তবে আলাদা গল্প হতো। আমাদের ব্যাটিং সমস্যা আছে,...