২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসিত হলেও এবার অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। চলতি আসরে অস্কার বাংলাদেশ কমিটি লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাকে মনোনীত করেছে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সাবা’ অভিনেত্রী মেহজাবীনের স্বামী, নির্মাতা আদনান আল রাজীব। ২০২৬ সালে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসর। প্রতি বছর বাংলাদেশ থেকে একটি সিনেমা এই প্রতিযোগিতার জন্য পাঠানো হয়। এ বছর এই সুযোগ পেয়েছে ‘বাড়ির নাম শাহানা’, যা গতকাল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন নির্মাতা আদনান আল রাজীব। সামাজিক...